Friday, November 29, 2013

রাজনীতি বুঝাইলেও বুঝি, না বুঝাইলেও বুঝি


রাজনীতি বুঝাইলেও বুঝি, না বুঝাইলেও বুঝি... আমি শুধু ২টা ঘটনা বলি, বাকিটা আপনারাই বুঝে নিবেন।

ঘটনা ১...


১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়। যা পরবর্তীতে ৯৬ এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়।
সকল বিরোধীদলের আপত্তির পর ও খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেন।
আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। এই সংসদ মাত্র ১৫ দিন স্থায়ী হয়। খালেদা জিয়া এই সংসদের ও প্রধানমন্ত্রী ছিলেন।
প্রবল গণ আন্দোলন ও বর্হিবিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন।

ঘটনা ২...

৩০শে জুন ২০১১ সালে তত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাশ হয়। প্রধান বিরোধী দল বিএনপি ও তার শরিক জোটগুলো এর পর থেকেই নির্বাচনকালীন নির্দলীয় সরকারব্যবস্থা পুনরায় চালু করার জন্য বিভিন্ন সময় সরকারের বিরোদ্ধে আন্দোলন করে আসছে।[২] ২০১৩ তে সরকারী দল আওয়ামী লীগ ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন[৩] এবং বিরোধী দলীয় প্রধান খালেদা জিয়া বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা করেছেন

এইবার কথা বলি... যে লাউ সেই কদু... ১৯৯৬ সালে খালেদা জিয়া, আর ২০১৩ সালে শেখ হাসিনা। এই ১৭ বৎসরে রাজনীতির ভেতরে কেউ কোন পরিবর্তন আনতে পারেননি, পরিবর্তন হয়নি মানসিকতার। আজও হবেনা। এইভাবে-ই চলবে। আর শোষিত হব আমরা, নিরীহ জনগন। ১৭ বৎসরে কিছু হয়নাই, আজকে কি আর সম্ভব??

পরিশিষ্ট...

দুর্গম গিরি, কান্তার মেরু্‌... দুস্তর পারাপার হে...
লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে, যাত্রীরা হুশিয়ার। ...

সুতরাং আপনি যদি যাত্রী হন, তাহলে হুশিয়ার থাকেন। -আরাফাত।

No comments:

Post a Comment